রাজধানীতে ট্রাক উল্টে সেনাসদস্য নিহত, আহত ২১

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল ২০২০) : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই একজন সেনা সদস্য মারা গেছেন। তার নাম প্রিন্স। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ সেনা সদস্য। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। ট্রাকে থাকা অপর ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, আমরা ঘটনাস্থলে সেনাবাহিনীর উল্টে থাকা গাড়িটি পেয়েছি। হতাহতদের ততক্ষণে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ