বরিশালের ছাত্রী খুনের আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

rasel mia রাসেল মিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ছাত্রী সাওদা খুনের মামলার প্রধান আসামি রাসেল মিয়া চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন।

হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার বন্দর নগরীর কলসী দীঘির পাড় এলাকার একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোরশেদ এবিসি নিউজ বিডিকে বলেন, গ্রেপ্তার রাসেল মিয়াকে বরিশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর সকালে বরিশাল নগরীতে ছুরিকাঘাতে খুন হন হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদা। গ্রেপ্তার রাসেল ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সাওদা ও রাসেল দুজনেরই বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। দুজনেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

পাথরঘাটা এলাকার হারুন মিয়ার ছেলে রাসেল ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

পুলিশ কর্মকর্তা মনজুর মোরশেদ এবিসি নিউজ বিডিকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোন রিচার্জের একটি দোকানে যায় রাসেল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাওদা মা সাহেদা বেগমের করা হত্যামামলার তদন্ত কর্মকর্তারা চট্টগ্রাম বন্দর থানার সঙ্গে যোগাযোগ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই রাসেলকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, “বিপদে পড়েছে জানিয়ে বুধবার রাতে কলসী দীঘির পাড়ে এক ব্যক্তির বাড়িতে ছিল রাসেল।”

সাওদা হত্যাকাণ্ডের দিনই রাসেলকে বহিষ্কার করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, রাসেলকে গ্রেপ্তারে পুলিশের তিনটি দল কাজ করছিল। এর মধ্যে একটি দল রাসেলের চট্টগ্রাম অবস্থানের খবর নিশ্চিত হয়ে বন্দর নগরীর পুলিশকে জানায়।

মামলায় রাসেল মিয়ার সঙ্গে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করেন সাওদার মা।

হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ওই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বিপুল বাড়ৈকে আটক করেছে বরিশাল পুলিশ। তিনি এখন কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ