শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে ঈদ পর্যন্ত!

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ এপ্রিল ২০২০) : করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।পরে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ালে শিক্ষাপ্রতিষ্ঠানও এ ছুটির আওতায় আসে। তবে এ ছুটি বেড়ে ঈদ পর্যন্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন মঙ্গলবার (৭ এপ্রিল) রাইজিংবিডিকে বলেন, ‘সরকার ইতিমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান থাকবেই। তবে আমাদের দু’একদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আবার বৈঠক হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। হয়তো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ এপ্রিলের পরও বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে এবং সেটা ঈদ পর্যন্তও হতে পারে।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘শিক্ষাপঞ্জি অনুসারে ২৪ এপ্রিল রোজার ছুটি শুরু হয়ে যাবে। করোনা পরিস্থিতির উন্নতি ঘটলেও ১৪ এপ্রিলের পর রোজার ছুটির আগ পর্যন্ত কর্মদিবস আছে মাত্র ৬টি। সার্বিক বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান একবারে ঈদের পর খোলার চিন্তাভাবনা চলছে।’

এ বিষয়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. মো. গোলাম ফারুক জানান, ‘পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।’

১৪ এপ্রিলের পর ছুটি ঈদ পর্যন্ত যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি বিবেচনা করে ধারাবাহিকভাবে বন্ধের ঘোষণা আসতে পারে। একবারেই ঈদ পর্যন্ত ছুটি হবে সেটি এখনো নিশ্চিত না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ