ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ মার্চ ২০২০) : ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর আগে (১৯ মার্চ) মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গিয়েছিল ইতালি।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২ জনের। ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। সবমিলিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন।

চীনের উহান থেকে ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া এ রোগে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১১ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ