বিয়ের অনুষ্ঠানে ঢুকে কনের বাবাকে হত্যা, ঘাতক আটক

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা : রাজধানীর মগবাজারের দিলু রোডে বিয়ের আয়োজনে এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কনের মা।

১ আগস্ট (বৃহস্পতিবার) বেলা দেড়টার দিকে কনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওই যুবকের দাবি, কনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে।
নিহত হওয়া কনের বাবার নাম মো. তুলা মিয়া (৫৫)। আহত হয়েছেন তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৩৫)। তাঁরা মগবাজার দিলু রোডের প্রিয়াঙ্কা হাউজিংয়ের পাশে টিনশেড বাসায় পরিবারসহ বসবাস করেন। পাশেই ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠানের অয়োজন ছিল।

আহত ফিরোজার ভাই আলমগীর হোসেন এবিসিনিউজবিডিকে বলেন, বুধবার তাঁর ভাগনির গায়েহলুদ হয়। বৃহস্পতিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান ছিল। বেলা দেড়টার দিকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ভগ্নপতি ও বোনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন রকি নামে এক যুবক। এতে তাঁর ভগ্নিপতি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বোন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান বলেন, এই ঘটনায় অভিযুক্ত রকিকে আটক করা হয়েছে। তাঁকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত রকি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আবদুল আহামেদ বারীর ছেলে। তিনি মগবাজারের বাটার গলিতে থাকেন।

আটক রকি সম্পর্কে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে সে এই মেয়েটিকে রাস্তা-ঘাটে উত্বক্ত করতো। বছর দেড়েক আগে তুলা মিয়ার দায়ের করা এক মামলায় রকি কারাগারে ছিলো। প্রায় ৩ মাস আগে সে কারাগার থেকে বেরিয়ে তুলা মিয়ার পরিবারকে হুমকি দিয়ে আসছিলো। আজ বিয়ে হচ্ছে, এই খবর পেয়েই সে হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ