‘হজের ভিসার আবেদনের আগে বিমানের টিকিট করতে হবে’

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ মে ২০১৯) : এ বছর হজের ভিসার আবেদনের আগেই বিমানের টিকিট করতে হবে। ঢাকায় ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমার সময় বিমানের টিকিটসহ জমা দিতে হবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহন করা হবেনা।

আজ সোমবার (২০ মে) বিকেলে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা- ২০১৯ এর অগ্রগতি বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেয় হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, এ বছর হজ এজেন্সিসমূহ হজ অফিস আশকোনা, ঢাকায় ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমার সময় বিমানের টিকিটসহ জমা দিতে হবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহন করা হবেনা। এছাড়া হজের ফ্লাইট চলাকালীন এজেন্সিগুলোর কার্যক্রম ও অগ্রগতি তদারকি করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের ৩টি টীম সার্বক্ষনিক কাজ করবে।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লি. এবং সাউদিয়া হজ এজেন্সি গুলোর নিকট সরাসরি টিকিট বিক্রি করবে। বিমান আজকে থেকে টিকিট বিক্রয় শুরু করেছে। সাউদিয়া আগামী দু-একদিন এর মধ্যে টিকিট বিক্রি শুরু করবে।

এ বছর মক্কা রুট ইনিসিয়েটিভ এর আওতায় বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন হবে। সেজন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রনালয় এর সচিব মো. মুহিবুল হক, ধর্ম মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, সিভিল এভিয়েশন কতৃপক্ষ, বিমান বাংলাদেশ লি. এবং সাউদিয়া’র প্রতিনিধিবৃন্দ, হজ্জ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ