বরগুনার ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, বরগুনা (১০ মে ২০১৯) : বরগুনা জেলার বেতাগী উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মানিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ মুগদা এলাকার মান্ডা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। মানিক ঢাকায় তুরাগ পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে র‌্যাব-৮ বরিশাল সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম।

তিনি বলেন, ২৭ এপ্রিল রাতে ভিকটিম (৩২) তার চাচাতো ভাই মানিক ও চাচা চান মিয়া শিকদারের সাথে মোটরসাইকেলযোগে গান গাওয়ার জন্য মহেশখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গতিরোধ করে আসামি মানিক ও আলমগীর ভিকটিমের চাচাতো ভাই মানিক ও চাচা চান মিয়া শিকদারকে বেধরক মারধর করে ভিকটিমকে জোড়পূর্বক মোটরসাইকেলে করে পুটিয়াখালী স্লুইজ গেট সংলগ্ন বাগানে নিয়ে পালক্রমে ধর্ষণ করে। এর পর গত ১ মে বেতাগী থানায় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ