ঢাকাস্থ পিরোজপুর বাসী কতৃক সংব‌র্ধিত গৃহায়ণ মন্ত্রী

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
পিরোজপুর জেলা স‌মি‌তি, ঢাকা কর্তৃক পি‌রোজপুর জেলার কৃ‌তি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাল‌য়ের মাননীয় মন্ত্রী জনাব শ. ম. রেজাউল ক‌রিম, এম‌পি কে এক জমকালো সংবর্ধনা উপহার দেন।

২৩ মার্চ ২০১৯ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবার্ধনা অনুষ্ঠান পরিণীত হয় এক টুকরা পিরোজপুরে ।

‘আনন্দ‌লো‌কে মঙ্গলা‌লো‌কে সত্য সুন্দরও’ গান‌টির সা‌থে সম‌বেত নৃত্য প‌রি‌বে‌শনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠা‌নের সূচনা হয়।

অনুষ্ঠা‌নে সংব‌র্ধিত গৃহায়ন ও গণপূর্ত শ. ম. রেজাউল ক‌রিম, এম‌পি-‌কে আ‌য়োজকদের পক্ষ থে‌কে ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তরীয় প‌রি‌য়ে দেয়া হয়। প‌রে পি‌রোজপুর জেলার বি‌ভিন্ন উপ‌জেলার পক্ষ থে‌কে এবং বি‌ভিন্ন স‌মি‌তি ও সংগঠ‌নের পক্ষ থে‌কে সংব‌র্ধিত মন্ত্রী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানানো হয়।

‌পি‌রোজপুর জেলা স‌মি‌তি, ঢাকা’র সভাপ‌তি সা‌বেক স‌চিব এম শামসুল হ‌কের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পি‌রোজপুর-৩ আস‌নের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সা‌বেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, আইইবি এর সভাপ‌তি এবং বাংলা‌দেশ আওয়ামী লী‌গের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, আইইবি এর সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মো‌র্শেদ, ক‌বি পারভীন রেজা প্রমুখ।

সংবর্ধনা উদযাপন ক‌মি‌টির আহ্বায়ক এ্যাড‌ভো‌কেট তালুকদার জি. ক‌বির এবং সংবর্ধনা উদযাপন ক‌মি‌টির সদস্য স‌চিব প্রকৌশলী সু‌নির্মল মন্ডল-সহ অনুষ্ঠানে অন্যা‌ন্যদের ম‌ধ্যে সরকা‌রি-‌বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নে বি‌ভিন্ন পেশায় কর্মরত ‌পি‌রোজপু‌রের সা‌বেক ও বর্তমা‌নে কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ