নিকলসের একশ টেলরের দুইশ নিউজিল্যান্ডের চারশ

ডেস্ক প্রতিবেদক, এবিসিনিউজবিডি (১১ মার্চ, ২০১৯) : তৃতীয় দিনের শেষ বিকেলটা ছিলো আশা জাগানিয়া। মাত্র ৮ রানের মধ্যেই দুই কিউই ওপেনারকে সাজঘরের টিকিট ধরিয়েছিলেন আবু জায়েদ রাহী। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১১.৪ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষার নিয়েছিলেন ইবাদত হোসেনও।

আশা চতুর্থ দিন সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে হয়তো মিলবে স্বস্তির হাসি। কিন্তু কিসের কি! সোমবার দিনের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তর করে খেলছে স্বাগতিকতরা। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটি, তরুণ হেনরি নিকলসের সেঞ্চুরি এবং অভিজ্ঞ রস টেলরের ডাবল সেঞ্চুরিতে চারশ রান করে ফেলেছে স্বাগতিকরা। এরই মধ্যে লিড পেরিয়েছে দুইশ রানের কোটা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩.১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪২১ রান। লিড দাঁড়িয়েছে ২১০ রানের। ঠিক ২০০ রান করে ফিরেছেন রস টেলর। এছাড়া নিকলস ১০৭ এবং উইলিয়ামসন খেলেছেন ৭৪ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে খেলছেন কলিন ডি গ্র্যান্ডহোম এবং বি জে ওয়াটলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ