বিশ্বকাপের আগে যে উত্তরগুলো খুঁজছে বাংলাদেশ

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৪ অক্টোবর ২০১৮) : চলছে জিম্বাবুয়ে সিরিজ, তবুও ঘুরেফিরে আসছে বিশ্বকাপ-ভাবনা। বিশ্বকাপের আগে এখন পর্যন্ত নির্ধারিত সূচিতে আছে মাত্র ১১টি ওয়ানডে। বিশ্বকাপের অনেক আগেই পেতে হবে সম্ভাব্য সেরা দল। জিম্বাবুয়ে সিরিজে কি অলক্ষ্যে বিশ্বকাপের দলই খুঁজছে বাংলাদেশ?

এই সিরিজের আগে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সাইফউদ্দিনকে দলে নেওয়াই হয়েছে বিশ্বকাপের কথা ভাবনায় রেখে। বাংলাদেশ এখন প্রতিটি সিরিজই খেলছে বিশ্বকাপের ভাবনা ভেবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফিকে বারবার যেমন ওপেনিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। বিশ্বকাপের আগে ওপেনিং জুটির সমাধান না হলে যে বিপদ!

২৪ অক্টোবর চট্টগ্রামে মাশরাফির মধ্যে ওপেনিং জুটি নিয়ে সেই উদ্বেগটা দেখা গেল না। এশিয়া কাপের ফাইনালে লিটন দাস সেঞ্চুরি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে করেছেন ইমরুল কায়েস।

তামিম ইকবাল ফিরলে এ দুজনের যেকোনো একজনকে ‘সেট’করতে পারবেন অনায়াসে, অধিনায়কের জন্য নিশ্চিত স্বস্তির খবর। বিশ্বকাপের আগে বাংলাদেশ চাইছে সাত নম্বর ব্যাটিং পজিশনের সমস্যাটিরও সমাধান করে ফেলতে। টিম ম্যানেজমেন্ট শুরুতে ব্যাটিং অলরাউন্ডারকে থিতু করতে চাইলেও সেই চিন্তা থেকে সরে এসেছে। তারা চাইছে এই পজিশনে একজন পেস বোলিং অলরাউন্ডারকে থিতু করতে। কারণটা যে ইংলিশ কন্ডিশনে এবারের বিশ্বকাপ, সে না বলে দিলেও চলছে। সাইফউদ্দিন সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না সময় বলে দেবে। তবে মাশরাফির বিশ্বাস, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সাইফউদ্দিন যেভাবে রান করেছেন, সেটি তাঁকে আরও আত্মবিশ্বাসী করবে।

বিশ্বকাপের এখনো দেরি আছে। আবার নেইও। আট মাস হাতে সময় আছে। এই আট মাসে বাংলাদেশ ১১টি ওয়ানডে খেলার সুযোগ পাবে। এর পাঁচটিই আবার দেশের মাঠে। ইংল্যান্ডের কন্ডিশনের কাছাকাছি বাংলাদেশ খেলার সুযোগ পাবে আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে, এরপর বিশ্বকাপের ঠিক আগে মে মাসে আয়ারল্যান্ডে। এই ছয়টি ওয়ানডেই চূড়ান্ত প্রস্তুতি নিতে সহায়তা করবে বাংলাদেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ