চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৪ অক্টোবর ২০১৮) : বাঁহাতের কনিষ্ঠার উন্নত চিকিৎসার লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়া গিয়ে আঙুলের ব্যাপারে ভালো খবরই পেয়েছেন সাকিব। বর্তমানে অনেকটাই ভালো হয়ে গিয়েছে তার আঙুলের ইনফেকশন।

নতুন করে আর কোনো সমস্যা দেখা না দিলে তিন মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ক্রিকেট মাঠে ফিরতে পারবেন সাকিব। তখন যদি ব্যথা অনুভূত না হয় তাহলে পরে আর অপারেশন নাও লাগতে পারে। সাকিব আল হাসানের পাশাপাশি পুরো দেশবাসীর জন্যই এটি স্বস্তির খবর।

আঙুলের এ স্বস্তির খবর নিয়ে সাকিব আল হাসান দেশে ফিরেছেন ১৪ অক্টোবর সকালেই। বেলা সোয়া এগারোটার (১১.১৫ মিনিট) দিকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সাকিবকে বহনকারী ফ্লাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ