পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২ অক্টোবর ২০১৮) : এ বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। লেজার ফিজিক্সে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল বিজয়ী তিনজন হলেন মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিন, ফরাসি বিজ্ঞানী জেরার্ড মাওরো ও কানাডীয় বিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড।

আজ মঙ্গলবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি ফর সায়েন্সের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে।

বিবিসির খবরে বলা হয়েছে, তিন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার) ভাগ করে নেবেন। বিবিসি জানিয়েছে, অপটিক্যাল টুইজার্স হিসেবে একটি লেজার কৌশল উন্নত করেছেন আশকিন, যা জৈবিক পদ্ধতি গবেষণায় ব্যবহৃত হয়। মাওরো ও ডোনা উচ্চ তীব্রতা সৃষ্টি এবং খুব দ্রুত লেজার পালসের প্রক্রিয়া উন্নত করেছেন।

রয়টার্স বলছে, অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত লেজারের ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য দেখানোয় নোবেল কমিটি তিনজনকে এই পুরস্কারে ভূষিত করেছে।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স বলছে, এই আবিষ্কারগুলো লেজার পদার্থবিদ্যায় বিপ্লব ঘটিয়েছে। এ জন্য ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা পুরস্কার দেওয়া হচ্ছে।

পদার্থবিদ্যায় নোবেলজয়ী তৃতীয় নারী হলেন ডোনা স্ট্রিকল্যান্ড। তিনি গত ৫৫ বছরের মধ্যে প্রথম নারী যিনি পদার্থবিদ্যায় নোবেল পেলেন।

প্রসঙ্গত, মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান রেইনার ওয়েইজ, কিপ থ্রোন ও ব্যারি বরিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ