বাংলাদেশে নির্বাচিত সরকার চায় ভারত : কাদের

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৮ সেপ্টেম্বর ২০১৮) : বাংলাদেশে নির্বাচিত সরকার দেখার আশাবাদ ব্যক্ত করেছে ভারত। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সুরেশ প্রভু আশা প্রকাশ করেছেন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। ভারতে যেমন নির্বাচন হয়, তারাও বাংলাদেশ তেমন নির্বাচন আশা করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কেমন হবে, পরিবেশ কেমন থাকবে— সুরেশ প্রভু জানতে চেয়েছেন। আমি তাকে বলেছি, আওয়ামী লীগ বিশ্বাস করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কিছু বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। যেমন: গুজব-সন্ত্রাস। গুজব আমাদের সামাজিক গণমাধ্যমে ব্যাধির মতো ছড়িয়ে গেছে। এর বিস্তার রোধে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশ এবং ভারত এ বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে।’

নির্বাচন উপলক্ষে সুরেশ প্রভু বাংলাদেশে আসেননি জানিয়ে তিনি বলেন, ‘তিনি (সুরেশ প্রভু) এসেছেন দু’দেশের মধ্যকার বাণিজ্যিক ছাড়াও বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট সম্পর্ককে আরো জোরদার এবং উন্নত করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ