সম্পাদক পরিষদের ডাকা মানববন্ধন স্থগিত করতে তথ্যমন্ত্রীর চিঠি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ সেপ্টেম্বর ২০১৮) : জাতীয় সংসদে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বিল পাস হওয়ার প্রতিবাদে সম্পাদক পরিষদের ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করে বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনামের কাছে চিঠিটি পাঠিয়েছেন তথ্যমন্ত্রী।

চিঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও বিবৃতি তথ্য মন্ত্রণালয় গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেছে উল্লেখ করে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্য অধিকারের প্রতি সরকারের আন্তরিকতা ও শ্রদ্ধা সমুন্নত রেখে বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকের একান্ত প্রয়োজন। আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

তথ্যমন্ত্রী চিঠিতে আরও বলেন, ‘৩০ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অথবা পরিষদের সুবিধাজনক সময়ে আইনমন্ত্রী আনিসুল হক; ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে আগ্রহী তিনি।’

সম্পাদক পরিষদের ডাকা আগামী শনিবারের (২৯ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচিটি স্থগিত রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু।

একইসঙ্গে তথ্যমন্ত্রী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের রোববার বিকেল ৩টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন তথ্য মন্ত্রণালয় থেকে তা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ