বিজ্ঞাপন চিত্রে ঐন্দ্রিলা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২১ সেপ্টেম্বর ২০১৮) : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে ফের নাটক ও বিজ্ঞাপনে সরব হয়েছেন। গল্প ও মানের দিক দিয়ে যুতসই হলেই কাজ করছেন।

নতুন করে ফেরার কিছুদিন পরই ঐন্দ্রিলাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। আবারও নতুন একটি বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করলেন তিনি। গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণ মাফিন টিফিন কেকের এ বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে। ফ্রুট কেক, কাপ কেক ও প্লেইন কেক- এ তিন টাইপের কেক নিয়ে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেন নাফিস রেজা।

ঐন্দ্রিলা বলেন, ‘কোম্পানির প্রোডাক্ট, কনসেপ্ট, কো আর্টিস্ট ও নির্মাতা পছন্দ হলেই বিজ্ঞাপনে কাজ করি। এর মধ্যে অনেকগুলো বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি কিন্তু পছন্দ না হওয়ায় কাজ করিনি। গল্পভিত্তিক কাজগুলোতে আমার চরিত্রের গুরুত্ব কতটুক সে বিষয়টা মাথায় রেখেই বিজ্ঞাপনে কাজ করি। এই বিজ্ঞাপনটি বেশ দারুণ। প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ শিগগিরই বিজ্ঞাপনটি সব চ্যানেলে প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ