নায়ক-নায়িকা অসুস্থ, শুরুতেই ধাক্কা খেল ‘শাহেনশাহ’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৭ সেপ্টেম্বর ২০১৮) : নায়ক শাকিব খান যে জ্বরে ভুগছিলেন এই খবর ‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনই টের পাওয়া গেছে। সেদিন তিনি জানান, শরীরটা ভীষণ খারাপ তাঁর। জ্বর যেন ছাড়ছেই না। তাই তো অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। মহরতের পর শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখন শাকিবের শারীরিক অবস্থা যখন উন্নতির দিকে, ঠিক তখন জ্বরে আক্রান্ত হন ছবির নায়িকা রোদেলা জান্নাত।

চার দিন জ্বরে আক্রান্ত ছিলেন সংবাদ উপস্থাপক থেকে নায়িকা বনে যাওয়া রোদেলা। এদিকে শুটিং-পূর্ববর্তী কিছু কাজ পুরোপুরি গোছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এটাকে শুরুতে ধাক্কা মনে করছেন নবাগত এই নায়িকা।

‘শাহেনশাহ’ ছবির নায়িকা রোদেলা জান্নাত শুরুতে ধাক্কা খাওয়ার বিষয় নিয়ে মোটেও বিচলিত নন। ছবির ক্ষেত্রে তিনি বরং একে শুভ লক্ষণ হিসেবেই মনে করছেন। তাঁর মতে, ‘এক দিক দিয়ে ভালোই হলো। আমিও নিজেকে চরিত্রটির জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সময় পাচ্ছি। যত সময় পাব, ততই নিজেকে উন্নয়নের সুযোগ পাব। এটা অবশ্যই শুভ লক্ষণ ছাড়া আর কিছুই না।’

শুটিংয়ের দিনক্ষণ সবই চূড়ান্ত ছিল। ১১ সেপ্টেম্বর কক্সবাজারে ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরুর কথা। ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনে হয় মহরত অনুষ্ঠানও। সেখানে ছবিটি নিয়ে বিস্তারিত জানান প্রযোজক, পরিচালক ও নায়ক-নায়িকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ