মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য

ডেস্ক রিপোর্ট, এবিসিনিউজবিডি,
ঢাকা (১১ সেপ্টেম্বর ২০১৮) : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে আরও পদক্ষেপ নিতে বলেছেন। তাঁর মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য।
১১ সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৩৯ তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ প্রসঙ্গে মিশেল বাশেলেত এ মন্তব্য করেন।

১৯ দিনের অধিবেশনের শুরুতে গতকাল মিশেল বাশেলেত বিভিন্ন দেশের সর্বশেষ মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বক্তৃতা। চিলির সাবেক এই প্রেসিডেন্ট এ মাসের ১ তারিখ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দায়িত্ব নিয়েছেন। ৪৭ সদস্যবিশিষ্ট মানবাধিকার পরিষদের প্রধান মিশেল বাশেলেত বক্তৃতার শুরুতে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া আর দারিদ্র্য দূরীকরণের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে মিশেল বাশেলেতের বক্তৃতা প্রকাশ করা হয়েছে। তাঁর বক্তব্যে বাংলাদেশে সাম্প্রতিক শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে বিক্ষোভকারী ছাত্র ও সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার এবং মানহানির মামলা দায়ের ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এসবের পুনরাবৃত্তি রোধে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচার করতে হবে।

মিশেল বাশেলেত বলেন, বাংলাদেশে মাদকবিরোধী অভিযানে আটক আর বিচারবহির্ভূত হত্যার অভিযোগের খবর উদ্বেগ তৈরি করেছে। মাদকবিরোধী অভিযানে ২২০ জনের বেশি মানুষের প্রাণহানি, কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। বিচারবহির্ভূত হত্যার অভিযোগও রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ