তপন চৌধুরীর সঙ্গে নন্দিতা ও হৈমন্তী

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩১ আগস্ট ২০১৮) : বিশিষ্ট কণ্ঠশিল্পী তপন চৌধুরী দীর্ঘ বিরতির পর গানে ফিরেছেন। একক অ্যালবাম ‘ফিরে এলাম’ প্রকাশের পর এবার তিনি এসেছেন দুটি নতুন গান নিয়ে। ঈদুল আযহা উপলক্ষে গানগুলো প্রকাশ করেছে বাংলাঢোল।

তপন চৌধুরীর নতুন দুটি গানই দ্বৈত কণ্ঠের। এগুলোতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের দু’জন গায়িকা।

নতুন গান নিয়ে তপন চৌধুরীর বলেছেন, ‘বাংলাঢোলের প্রযোজনায় কয়েক মাস আগে নতুন অ্যালবাম নিয়ে গানে ফিরেছি। এবার তাদের তত্ত্বাবধানে নতুন দুটি গান প্রকাশ হলো। আমার সঙ্গে হৈমন্তী ও নন্দিতা ভালো গেয়েছেন। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের কানে স্বস্তি দেবে।’

তপন চৌধুরীর গানগুলো উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাঢোল অডিও অ্যাপ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে। পাশাপাশি শ্রোতারা ৪৬৪৬ নম্বরে ডায়াল করেও এই গান দুটি শুনতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ