মুক্তি পেলেন ৯ শিক্ষার্থী, ২০ আগস্ট মিলতে পারে বাকিদেরও

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৯ আগস্ট ২০১৮) : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মধ্যে জামিনপ্রাপ্ত নয় জন রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাকি শিক্ষার্থীদেরও সোমবার (২০ আগস্ট) মুক্তি মিলতে পারে।

রাতে বিষয়টি এবিসিনিউজবিডিকে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। তিনি বলেন, যে শিক্ষার্থীরা জামিন পেয়েছেন, তাদের মধ্যে ৯ জনের জামিনের কাগজপত্র আদালত থেকে আমাদের হাতে এসেছে। সেসব যাচাই-বাছাই করে সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়েছে।

কারাগারের বাইরে অপেক্ষমান ছিলেন শিক্ষার্থীদের স্বজনরা। মুক্তি পাওয়ার পর সন্তানদের নিয়ে চলে যান তারা।

সিনিয়র জেল সুপার বলেন, আজ আর কারও মুক্তি হচ্ছে না। জামিনপ্রাপ্ত বাকি শিক্ষার্থীদের কাগজপত্র এলে তাদেরও আগামীকাল (সোমবার) মুক্তি মিলতে পারে।

এর আগে ১৯ আগস্ট রোববার ঢাকার একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৩২ শিক্ষার্থীসহ ৪৫ জনের জামিন হয়। নিরাপদ সড়কের আন্দোলনে আওয়ামী লীগ অফিসে হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা আর ভাঙচুরের অভিযোগে এরা বাড্ডা, ভাটারা, ধানমন্ডি, উত্তরা পশ্চিম, কোতোয়ালী, পল্টন, নিউমার্কেট ও রমনা থানার মামলায় গ্রেফতার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ