নৌমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ সর্বত্র, বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ জুলাই ২০১৮) : বাসচাপায় রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নৌমন্ত্রী শাজাহান খানের দেওয়া বক্তব্য নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর নৌমন্ত্রীর বক্তব্যে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুঃখ প্রকাশ করেছেন।

ভারতে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে তোন তোলপাড় হয় না। আর আমাদের দেশে দুজনের মৃত্যু নিয়ে হৈ-চৈ পড়েছে’ নৌমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের শিক্ষার্থীদের মাঝে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৩০ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বানিজ্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। মন্ত্রী ৩০ জুলাই (সোমবার) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাসচাপায় গতকাল দুজন শিক্ষার্থী নিহত হন। আমিও বাবা, আমারও সন্তান আছে। আমি এটি সহ্য করতে পারিনি।

তিনি বলেন, আমি জানলাম নিহত মেয়ে শিক্ষার্থীর বাবা একজন চালক। তার স্বপ্ন ছিল মেয়েকে মানুষ করবে। তার সারা জীবনের স্বপ্ন সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে। এ ঘটনা নিয়ে যদি কেউ (নৌমন্ত্রী) বিরূপ মন্তব্য করেন তাহলে আমি দুঃখিত, ব্যতীত ও মর্মাহত। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ