সবচেয়ে বড় পুরস্কার পেলেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ জুলাই ২০১৮) : গান গেয়ে অগণিত মানুষের মন জয়ের পাশাপাশি অনেক পুরস্কার, পদক পেয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রুনা লায়লা। তবে ‘সবচেয়ে বড়’ পুরস্কার পেয়েছেন সোমবার বিকেলে। এটি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক। তাঁর ভাষায়, অনেক পুরস্কার পেলেও এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কারণ, পুরস্কারের সাথে জড়িয়ে আছেন ফিরোজা বেগমের নাম। তিনি এত বড় শিল্পী যে তাঁর তুলনা কেবল তিনি নিজেই।

৩০ জুলাই (সোমবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। এবার পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত পুরস্কারটি তৃতীয়বারের মতো প্রদান করা হলো। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থী ঊর্মি ঘোষকে স্বর্ণপদক প্রদান করা হয়।

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে রুনা লায়লা বলেন, আজকের দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ফিরোজা বেগমের নামাঙ্কিত এ পদকপ্রাপ্তি আমার জন্য আশীর্বাদ। সব সময়ই যেকোনো পুরস্কার আনন্দের পাশাপাশি অনুপ্রেরণা জোগায়। তবে আমার কাছে এ পুরস্কারটি অন্য রকম।

কীর্তিমান শিল্পীদের সম্মান জানানো ও দেশজ শুদ্ধ সংগীতচর্চার প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গঠিত এসিআই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফিরোজা বেগম মেমোরিয়াল ফান্ড তৃতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করল। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রুনা লায়লা। তাঁকে দুই ভরি ওজনের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পরিয়ে দেওয়ার পাশাপাশি প্রদান করা হয় পুরস্কারের সম্মানী এক লাখ টাকা।

ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরোজা বেগমের ভাই এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ