প্রিয়াঙ্কা ও নিক জোনাসের আংটি বদল

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ জুলাই ২০১৮) : প্রিয়াঙ্কা ও নিকবলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন আমেরিকান সংগীতশিল্পী-অভিনেতা নিক জোনাসের বাগদত্তা। তাদের বাগদানের খবর ছড়িয়ে দিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

এসব প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে প্রিয়াঙ্কার অনামিকায় আংটি পরিয়ে দেন নিক। সেখানে প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষপ্রান্তে বিয়ের বন্ধনে জড়াবেন তারা। যদিও তাদের কেউই এখনও বাগদান নিয়ে মুখ খোলেননি।

পিপল ডটকম জানিয়েছে, নিউ ইয়র্কের অলঙ্কার সামগ্রীর জন্য প্রসিদ্ধ টিফানির একটি শোরুম থেকে বাগদানের আংটি কিনেছেন নিক জোনাস। একটি সূত্র জানিয়েছে, ‘তারা খুব খুশি। পরিবার ও বন্ধুবান্ধব নিককে আগে কখনও এতটা খুশি দেখেনি। তারাও এ নিয়ে উচ্ছ্বসিত। প্রিয়াঙ্কার ব্যাপারে খুবই সিরিয়াস তিনি।’

লন্ডনে জন্মদিনে নিক ও তার ভাইদের সঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেদিন তোলা ভারতীয় এই অভিনেত্রীর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

এদিকে ২৭ জুলাই (শুক্রবার) সকালে বলিউড পরিচালক আলি আব্বাস জাফর জানান, তার ‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। এর কারণ জানাতে গিয়ে পরোক্ষভাবে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি।

টুইটে আলি আব্বাস জাফর লিখেছেন, “প্রিয়াঙ্কা চোপড়া আমাদের ‘ভারত’ ছবির সঙ্গে আর নেই। খুবই বিশেষ কারণে তিনি সরে গেছেন। নিজের সিদ্ধান্তের কথা শেষ মুহূর্তে আমাদেরকে জানিয়েছেন প্রিয়াঙ্কা। আমরা তার এই বিশেষ কারণ নিয়ে অনেক খুশি। ‘ভারত’ টিমের শুভকামনা রইলো। তার জীবনে ভালোবাসা ও সুখের বন্যা বয়ে যাক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ