কোটা ইস্যুতে ছাত্রলীগকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ জুলাই ২০১৮) : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নামে বাড়াবাড়ির অভিযোগ পাওয়া গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেয়া হয়েছে।’

২২ জুলাই (রোববার) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ আমরা পেয়েছি। ২১ জুলাই (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সভা শেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন, ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান।’

কাদের বলেন, ‘পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে ছাত্রলীগের নামে আর কোনো বাড়াবাড়ি, কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে।’

এদিকে শনিবারের প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্মরণাতীতকালের স্মরণীয় একটা গণসংবর্ধনা অনুষ্ঠান করেছি। এক বড় অনুষ্ঠান কিন্তু কোথাও শৃঙ্খলা ভঙ্গের একটা নজিরও নেই। আমরা এটা প্রমাণ করেছি যে আওয়ামী লীগই এখনও সবেচেয়ে সুসংগঠিত, সবচেয়ে সুশৃঙ্খল, স্বতঃস্ফূর্ত পার্টি, সবচেয়ে স্মার্টার পার্টি হিসেবে গতকাল আমরা নিজেদের ডেমোনেস্ট্রেট (প্রদর্শন) করেছি।’
জনভোগান্তির কথা চিন্তা করে অনুষ্ঠানটি শনিবার করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কর্মীরা চেষ্টা করেছেন মিছিলের পাশে যাতে ট্রান্সপোর্ট চলাচল করতে পারে। সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন ছিলাম। তারপরও যদি জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে যদি কারও দুর্ভোগের কারণ সৃষ্টি করে সেজন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, অভিভাবকসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করা হয়। গত ২ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতুড়ি ও লাঠিপেটায় গুরুতর আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ