শতাধিক প্রেক্ষাগৃহে ‘ভারত’, একটিতে ‘বাংলাদেশ’!

বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ জুলাই ২০১৮) : ঈদ উৎসব শেষে টানা এক মাস পর আজ (২০ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি ভারতের, অন্যটি দেশের। এরমধ্যে দেশের ছবি ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি পাচ্ছে মাত্র একটি প্রেক্ষাগৃহে! অন্যদিকে ভারতের ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’ পেয়েছে ১১৮টি প্রেক্ষাগৃহ।

আমেরিকা প্রবাসী নায়ক-পরিচালক রাহসান নূর ও মুমতাহিনা টয়া অভিনয় করেছেন ‘বেঙ্গলি বিউটি’তে। অপরদিকে ‘সুলতান: দ্য সেভিয়র’-এ অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও ঢাকার মিম।

মুক্তির আগেই ট্রেলার ও গান দিয়ে বেশ প্রশংসা পাওয়া ‘বেঙ্গলি বিউটি’ দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে। জানালেন ছবিটির পরিচালক ও অভিনেতা রাহসান নূর। তিনি বললেন, ‘আসলে আমরা আশা করেছি আরও কয়েকটি হল পাবো। কিন্তু শুরুটা মাত্র একটা হল দিয়ে করতে হলো। আমাদের প্রত্যাশা আগামী সপ্তাহে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি হলে ছবিটি দিতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ