ফিউচার দেখতে মানুষের ঢল

JAMUNA PARK যমুনা ফিউচার পার্করিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উদ্বোধন হলো যমুনা ফিউচার পার্কের একটি অংশ, যাকে উদ্যোক্তারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল বলছেন।

শুক্রবার সকালে ফিউচার পার্কের ষষ্ঠতলা এবং পার্ক এলাকার বিভিন্ন রাইডের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এইচটি ইমাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করিব নানক, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাবেক সেনা প্রধান লে. জে. অব. নুরুদ্দিন আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, নায়ক রাজ রাজ্জাক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১টার দিকে পার্ক এলাকা সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হয়। এরপর সেখানে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।

যমুনা ফিউচার পার্কের তথ্য ওয়েবসাইটে অনুসারে ষষ্ঠ তলায় স্পোর্টস অ্যান্ড হেলথ কেয়ার, এন্টারটেইনমেন্ট, ফুড কোর্ট, চিলড্রেন প্লে জোন- এই চারটি বিভাগ রয়েছে। সিনেপ্লেক্সে রয়েছে সাতটি সিনেমা হল।

প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গ মিটারের এই প্রকল্পে ভবিষ্যতে পাঁচ তারকা হোটেল, একটি এক্সক্লুসিভ হাসপাতাল, একটি অফিস ভবন হবে বলে যমুনার ওয়েবসাইটে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ