বাঘের মতই লড়েছে জার্মানি

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ফুটবল মাঠে এখন কত ধরনের প্রযুক্তিরই না ব্যবহার হয়। এসবের সাহায্য নিয়ে চলে খেলার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। প্রযুক্তি-সাহায্য নিয়ে প্রথম আলো অনলাইনও বিশ্বকাপের বড় ও আলোচিত ম্যাচগুলো বিশ্লেষণ করে দেখছে। নতুন ধারাবাহিক ‘প্রযুক্তির চোখে’র ষষ্ঠ পর্বে থাকছে জার্মানি-সুইডেন ম্যাচের বিশ্লেষণ। লিখেছেন নিশাত আহমেদ

দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে গতকাল সুইডেনের বিপক্ষে ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট পেতেই হতো জার্মানিকে। না হলে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যেতে হতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু যে দলে ক্রুস-নয়্যারদের মতো হিমশীতল স্নায়ুর বিশ্বজয়ীরা রয়েছেন, তাঁরা সেটা হতে দেবেন কেন? ক্রুসের শেষ মুহূর্তের ফ্রিকিকে ২-১ গোলের জয় নিয়েই শনিবার মাঠ ছেড়েছেন জার্মানরা। জার্মানির বাকি গোলটি মার্কো রয়েসের।

ঠিক কতটা ভালো খেলেছেন ক্রুস? কালকের পুরো ম্যাচটা দেখলে বলতে হয় খেলার দুই অর্ধে ঠিক দুই রকম খেলেছেন ক্রুস। প্রথমার্ধে অ-ক্রুসীয় খেলা দিয়ে জার্মানিকে ডোবানোর পেছনেও তাঁরই হাত (নাকি পা?) ছিল, আবার দ্বিতীয়ার্ধে পুনরুজ্জীবিত জার্মানদের মূল সেনাপতিও ছিলেন এই ক্রুস। ম্যাচে সুইডেনের প্রথম গোলটাও এসেছে ক্রুসের একটা ভুল ব্যাকপাস থেকেই। সেখান থেকেই সুইডিশ স্ট্রাইকার মার্কাস বার্গ বলটা নিয়ে উইংয়ে থাকা ভিক্টর ক্ল্যাসনকে দেন, ক্ল্যাসনের নিখুঁত ক্রস খুঁজে নেয় অলা তইভনেনকে। লব করে গোল করতে বিন্দুমাত্রও ভুল করেননি তইভনেন।

নিজের ভুলে গোল হয়েছে, পুরো ম্যাচেই ক্রুসের মাথায় এই দোষটা খচখচ করছিল হয়তো। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে কী দুর্দান্তভাবেই না ফিরে এলেন ক্রুস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ