নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় হঠাৎ ডিবি’র তাল্লাশি কেন?

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় হঠাৎ গোয়েন্দা পুলিশের (ডিবি) তাল্লাশির বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। কার নির্দেশে ডিবি পুলিশ বিএনপির নিখোঁজ এই নেতার বনানীর বাসায় গিয়েছিল, তার কোন সদুত্তর পাওয়া যায়নি।

তবে ডিবি’র এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২২ মে ২০১৮ (মঙ্গলবার) তিনি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করাই সরকারের উদ্দেশ্য। তিনি বলেন, ‘রমজানেও সাদা পোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করে চলছে। ২২ মে বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করেন, ২১ মে (সোমবার) রাতে (২১ মে) সেহরির আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানীর বাসায় ডিবি পরিচয়ে পুলিশ তল্লাশির নামে তান্ডব চালায়। দরজায় ধাক্কা দিয়ে ইলিয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খোলার জন্য বলে। আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা দলের নেতাদেও ফোন করে আকুতি জানাতে থাকেন। পরে গণমাধ্যমের উপস্থিতিতে ইলিয়াস আলীর বাসার বাইরে অবস্থান নেওয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা চলে যায়।

নিখোঁজ ইলিয়াস আলীর বাসায় ডিবি পুলিশের তাল্লাশির বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। কার নির্দেশে ডিবি পুলিশ বিএনপির নিখোঁজ এই নেতার বাসায় গিয়েছিল, তার কোন সদুত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ