পণ্যের মান বিবেচনায় শীর্ষে জার্মানি, প্রযুক্তিতে জাপান

এ. কে. এম সায়েদাদ হোসেন, এবিসিনিউজবিডি,
ঢাকা : পণ্যের গুণগত মান বিবেচনায় সারাবিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় জার্মানির পণ্য। আর প্রযুক্তিতে জনপ্রিয় জাপান। জার্মান ভিত্তিক বাজার গবেষণা এবং ব্যবসায়িক অনুসন্ধান বিষয়ক পোর্টাল ‘স্ট্যাটিসটা’র পক্ষে ‘দ্য মেড ইন কান্ট্রি ইনডেক্স’ এই তথ্য দিয়েছে।

যেকোনো ধরনের পণ্য কেনার সময় পণ্যটির লেবেল তথা মেইড ইন কান্ট্রি, অর্থ্যাৎ উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী দেশের নাম জেনে পণ্য কেনাটা সকল ক্রেতার কাছেই অত্যন্ত স্বাভাবিক এবং প্রাসঙ্গিক একটি বিষয়। ক্ষেত্র বিশেষে পণ্য ক্রয়ে মেইড ইন কান্ট্রি-ই অনেক ক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়ায়। ইলেকট্রনিক পণ্যেও ক্ষেত্রে যদি মেইড ইন কান্ট্রি হয় জাপান, তবে ক্রেতার দুশ্চিন্তা যেন নিমিষেই মিলিয়ে যায়।

‘স্ট্যাটিসটা’র পক্ষে ‘দ্য মেড ইন কান্ট্রি ইনডেক্স’ তৈরিতে ৫২টি দেশের ৪৩ হাজার ৩৪ জনের মতামত নিয়ে সম্প্রতি একটি জরিপ প্রকাশ করে। তাতে দেখা যায়, পণ্যের মানের দিক থেকে সবার ওপরে জার্মানি আর প্রযুক্তিতে এগিয়ে জাপান ।

জরিপে বলা হয়, জার্মানির তৈরি পণ্য সারা বিশ্বের মানুষের প্রথম পছন্দ। এর পরেই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন। এরপরেই অবস্থান যুক্তরাজ্য, সুইডেন, কানাডা, ইতালি, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের পণ্য।

জার্মানভিত্তিক বাজার গবেষণা এবং ব্যবসায়িক অনুসন্ধান বিষয়ক পোর্টাল ‘স্ট্যাটিসটা’র পক্ষে ‘দ্য মেড ইন কান্ট্রি ইনডেক্স’ তৈরি করেছে ডালিয়া রিসার্চ। তারা ৫২টি দেশের ৪৩ হাজার ৩৪ জনের মতামত নিয়ে এই জরিপ প্রকাশ করে। গত বছরের ডিসেম্বও থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কওে তৈরি করা হয়েছে এই গবেষণা প্রতিবেদন। সূচকে ১০০ সর্বোচ্চ মান ধরে তালিকার প্রথম স্থান তৈরি করা হয়েছে।

‘দ্য মেড ইন কান্ট্রি ইনডেক্স’

প্রতিবেদনে দেখা যায়, মেড ইন কান্ট্রি ইনডেক্স (এমআইসিআই) তালিকায় প্রথমে রয়েছে জার্মানি। অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা মান নির্ধারণে জার্মানির নামটি প্রথমে বিবেচনা করেন। সহজভাবে বলা যায়, জার্মানির তৈরি পণ্য সারা বিশ্বের মানুষের প্রথম পছন্দ। জার্মানির সূচক ১০০ পয়েন্ট। এর পরেই তালিকায় স্থান পেয়েছে সুইজারল্যান্ড (সূচক ৯৮ পয়েন্ট)। তৃতীয় অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন (সূচক ৯২ পয়েন্ট)।

ইনডেক্সে এর পরে রয়েছে যুক্তরাজ্য, সুইডেন, কানাডা, ইতালি, জাপান, ফ্রান্স, ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া প্রস্তুতকারক দেশ হিসেবে সবচেয়ে সুনাম রয়েছে জার্মানির। এই সূচকে ১৩ পয়েন্ট নিয়ে ৫২টি দেশের মধ্যে শীর্ষে আছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ