বিসিবির পরামর্শক হয়ে ঢাকায় গ্যারি কারস্টেন

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভারতের বিশ্বকাপজয়ী কোচ তিনি। ছিলেন দক্ষিণ আফ্রিকার কোচও। গ্যারি কারস্টেনকে বাংলাদেশও চেয়েছিল কোচ হিসেবে নিয়োগ দিতে। তবে তিনি বাংলাদেশের কোচ হিসেবে কাজ করতে আগ্রহী নন। স্বল্পমেয়াদে পরামর্শক হিসেবে কাজ করতে পারবেন। এদিকে বাংলাদেশ দল জাতীয় ক্রিকেট দল কোচহীন দীর্ঘদিন। নতুন একজন কোচ খুঁজে পেতে তাই কারস্টেনেরই স্মরণাপন্ন হয়েছে বিসিসি।

শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরামর্শক হয়ে ঢাকায় এসে পৌঁছেছেন গ্যারি কারস্টেন। ২০ মে ২০১৮ (রবিবার) রাত ৮ থেকে সাড়ে ৮টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সোজা হোটেল সোনারগাঁওয়ে চলে যান তিনি।

কারস্টেনের মূলতঃ ঢাকায় আসার কথা ছিল আইপিএল শেষ হওয়ার পর। তবে রবিবার সন্ধ্যার পরে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চলে আসছেন গ্যারি কারস্ট্রেন। তিনি যে দু-একদিনের মধ্যে আসবেন, এটা কেউ জানতো না। ক্রিকেট পাড়ায়ও গুঞ্জন ছিল না। বিসিবি প্রেসিডেন্টই জানতেন শুধু কারস্ট্রেন কখন ঢাকায় আসবেন। সবাই জানতো সে আইপিএল শেষে আসবে। তবে গুঞ্জনকে সত্যি করে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ