রিয়ালে রোনালদোই সেরা: বেল

bale বেল রোনালদোস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্রিস্টিয়ানো রোনালদোর ‘ট্রান্সফার ফি’র রেকর্ড ভেঙ্গে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন গ্যারেথ বেল। তবে সান্তিয়াগো বার্নাবেউ শিবিরে পর্তুগিজ উইঙ্গারকেই সেরা মানছেন ওয়েলসের ফরোয়ার্ড বেল।

রোববার ১০ কোটি ইউরো ‘ট্রান্সফার ফি’র নতুন রেকর্ড গড়ে রিয়ালে নাম লেখান ২৪ বছর বয়সী বেল। এর আগে সর্বোচ্চ নয় কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসেছিলেন রোনালদো।

রিয়ালে এসেই রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠা বেল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মতে, ক্রিস্টিয়ানো রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়। মাদ্রিদে (রিয়াল) যোগ দেওয়ার ব্যাপারে আমার সিদ্ধান্তের পেছনে তার উপস্থিতি বড় ভূমিকা রেখেছে। তার পাশে খেলতে পারাটা সম্মানের।”

পেনাল্টি বা ফ্রি-কিক কে নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেল বলেন, “পেনাল্টি ও ফ্রি-কিকের ব্যাপারে রোনালদো এখানকার বস। দেখা যাক তিনি কি বলেন।”

“বিশ্বসেরা হতে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই রোনালদোর। কারণ তিনিই যে বিশ্বসেরা- ইতোমধ্যে তিনি তা দেখিয়েছেন” যোগ করেন গত মৌসুমে টটেনহ্যামের হয়ে ২৬ গোল করা বেল।

‘ট্রান্সফার ফির রেকর্ড কোনো চাপ ফেলবে না

টটেনহ্যামের হয়ে গত ছয় বছরে মাত্র ৪০ গোল করেছেন বেল। গত বছরের আগ পর্যন্ত তাকে নিয়ে কখনই তেমন কোনো বাড়তি উচ্ছ্বাস দেখা যায়নি। এক বছরের ব্যবধানে এমন তারকাখ্যাতি, দলবদলের বাজারে রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড়কে ছাড়িয়ে যাওয়া নিয়ে তাই চারিদিকে নানা আলোচনা-সমালোচনা।

অনেকের কাছেই এটা রিয়ালের বাড়াবাড়ি। কেউ আবার বলছে এটা বাড়তি চাপ ফেলবে তার পারফরমেন্সের উপর।

বেলের ভাবনা অবশ্য ভিন্ন। তিনি বলেন, “ট্রান্সফার ফি আমার উপর প্রভাব ফেলবে না। এটা মাদ্রিদ (রিয়াল) আর টটেনহ্যামের ব্যাপার। আমি চাইলেই শুধু এটা বাড়তি চাপ তৈরি করবে।”

“আমার মনে হয় না, একজন খেলোয়াড় তার মূল্য কত জানে। এটা এমন একটা বিষয়, যা শুধুই দুই দলের মধ্যে সীমাবদ্ধ। এখানে আমি সেরা ফুটবল খেলতে এসেছি। সে লক্ষ্যে আমি শতভাগ চেষ্টা করবো এবং দলকে শিরোপা জিততে সাহায্য করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ