স্যাটেলাইটের মালিক কোন দু’জন বিএনপিকে প্রমাণ দিতে হবে : কাদের

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিএনপির কাছে তথ্য প্রমাণ চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিক কোন দু’জন- বিএনপিকে তার তথ্য প্রমাণ দিতে হবে। তথ্য প্রমাণ দিতে না পারলে এজন্য বিএনপিকে উচ্চমূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

১৩ মে ২০১৮ (রবিবার) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করতে পারায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদের বলেন, এই স্যাটেলাইটের মালিক বাংলাদেশ এবং দেশের ১৬ কোটি মানুষ। আমরা বিএনপিকেও এর সঙ্গে যুক্ত করি। কিন্তু বিএনপি কেন দু’জন মানুষের কাছে নিচ্ছে? কে তারা? এর তথ্য-প্রমাণ বিএনপিকে দিতে হবে। যদি না করতে পারে তার জন্যও তাদের উচ্চমূল্য দিতে হবে।

ঢাকা : ১৩ মে ২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ