বিচারবহির্ভুত হত্যা চলছেই, গত মাসে ক্রসফায়ারে নিহত ২৮ জন

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিচারবহির্ভুত হত্যা নিয়ে শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবেও সমালোচনা ঝড় উঠছে। তবুও চলছে বিচার বহির্ভুত হত্যাকান্ড। কখনো বাসা থেকে, আবার কখনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকে তুলে নিয়ে পিটিয়ে বা ক্রস ফায়ারে হত্যা থামছেই না। গত এপ্রিল (২০১৮) মাসেই ক্রসফায়ারে নিহত হয়েছেন ২৮ জন। অধিকালৈর তথ্য অনুযায়ী গত চার মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৭৩ জন।

১১ মে (শুক্রবার) ভোরে ময়মনসিংহে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দু’জনের মৃত্যু হয়েছে। আর ৬ মে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের নামে আশরাফ নামে এক গাড়ি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গাজীপুরস্থ মির্জাপুরের বাসা থেকে তাকে সুস্থ অবস্থায় ধরে আনা হয়েছিল। পরিবারের অভিযোগ, নিহত আশরাফের গায়ে অনেক আঘাতের চিহ্ন ছিল। এ নিয়ে গত এক সপ্তাহে সারা দেশে ‘ক্রসফায়ার’এ অন্তত: দশ জনের মৃত্যু হয়েছে।
১১ মে (শুক্রবার) ভোররাতে ময়মনসিংহে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দু’জনের মৃত্যু হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, সদর উপজেলার পরানগঞ্জ সড়ক ও সানকিপাড়ায় শুক্রবার ভোর ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে

নিহত আলমগীর হোসেন (২৪) কৃষক আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি। আর সিরাজুল ইসলামকে (২৩) মোবারক মোর্শেদ মিল্কি নামে এক শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

চার মাসে বিচারবহির্ভূত হত্যা ৭৩, গুম ১৪ : অধিকার

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চার মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৭৩ জন। এর মধ্যে ক্রসফায়ারে মারা গেছেন ৬৯ জন। গত এক মাসেই ক্রসফায়ারে নিহত হন ২৮ জন। মানবাধিকার সংগঠন অধিকারের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ি গত চার মাসে গুমের শিকার হন ১৪ জন।

অধিকার গত ২ মে ২০১৮’তে প্রতিবেদন দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল-সমাবেশে বাধা প্রদান এবং গ্রেফতারের বিষয়টিও তুলে ধরা হয়। অধিকার অবিলম্বে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসঙ্ঘের সরাসরি তত্ত্বাবধানে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়।

অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত চার মাসে দেশে ৭৩ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ক্রসফায়ারে নিহত হন ৬৯ জন। গুলিতে দুজন এবং নির্যাতনে মারা গেছেন দুজন। নিহতদের মধ্যে জানুয়ারি মাসে ১৯ জন, ফেব্রুয়ারি মাসে ৭ জন, মার্চে ১৮ জন এবং এপ্রিলে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২৯ জন। এই সময়ে গুমের শিকার হন ১৪ জন। এর মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে একজন, মার্চে পাঁচজন এবং এপ্রিলে গুম হন দুজন। গত চার মাসে কারাগারে মারা গেছেন ২৭ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৯ জন এবং এপ্রিলে মারা গেছেন ৭ জন।

ঢাকা : ১২ মে ২০১৮ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ