পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যাান বাংলাদেশের

তাসনীয়া এ. লাভলী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (৭ মে ২০১৮),
ঢাকা : ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে প্রচারিত ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ এককভাবে ওই ঘোষণা প্রচার করে বলে অভিযোগ তুলেছে পাকিস্তান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ মে (সোমবার) রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। ৬ মে (রবিবার) ঢাকায় ওই সম্মেলন শেষ হয়। তার এক দিন পর পাকিস্তান বলছে, স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা দর-কষাকষি করে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের পর ঢাকা ঘোষণা প্রচার করেনি।

পাকিস্তানের ওই অভিযোগের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ঘোষণার মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করেছিল। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গৃহীত হওয়ার আগে পরামর্শগুলো যুক্ত করা হয়। তবে পাকিস্তান ঘোষণার ১৮ নম্বর অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ