খালেদাকে হাসপাতালে পাঠানোর অনুমতি চেয়ে কারা অধিদফতরের চিঠি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজ বিডি
ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে কারা অধিদফতর।

কারা চিকিৎসক ও সিভিল সার্জনের সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

গত ২৬ এপ্রিল চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে কারা অধিদফতরের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ও কারা অধিদফতরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হচ্ছে। এছাড়া গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করে এ দাবি জানান।

এর আগে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল কারাগারে তার সঙ্গে দেখা করে এসে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি তোলেন।

কারা অধিদফতরের সূত্রটি জানায়, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক আছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তিনি রাজধানীর ইউনাইডেট হাসপাতাল লিমিটেড ও অ্যাপোলো হাসপাতাল লিমিটেডে চিকিৎসা নেওয়ার ব্যাপারে মতামত জানিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেন বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের সাজা ঘোষণার পর থেকে সেখানে আছেন তিনি।

২৯ এপ্রিল ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ