অন্তর্বাসে সোনার বার, হাঁটুতে চেইন জড়ানো

shah amanot biman শাহ্‌ আমানত বিমানবন্দররিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সোনার বার ও চেইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

গ্রেপ্তার আবদুল মতিন (৪৭) ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পাল জানান, মতিন এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে রোববার সকালে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।

“তাকে তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতর চারটি সোনার বারে এবং  হাটুঁতে নিকাপের ভিতরে তিন ধরনের ৬৯টি চেইন পাওয়া যায়।

জব্দ করা সোনার বারগুলো প্রতিটির ওজন ১০ তোলা করে। আর ৬৯টি সোনার চেইনের ওজন ৪১০ গ্রাম।

এর মধ্যে সোনার বারগুলো কার্বন পেপার দিয়ে জড়ানো ছিল বলে এবিসি নিউজ বিডিকে জানান সুশান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ