মালয়শিয়ায় বাংলাদেশিসহ ৭১ জন আটক

malaysia মালয়শিয়ায় বাংলাদেশিসহ ৭১ জন আটকনিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মালয়শিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৭১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

তবে আটক অভিবাসীদের মধ্যে ঠিক কতোজন বাংলাদেশি, তা নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়শিয়ার দ্য স্টার ডটকমের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে শুরু হওয়া এই অভিযানে ৬০ পুরুষ ও ১১ জন নারীকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপাল থেকে আসা অবৈধ অভিবাসী।

ওয়ার্ক পারমিট বা যথাযথ কাগজপত্র না থাকায় এবং মেয়াদপূর্তির পরও মালয়শিয়ায় অবস্থান করায় বুকিত রাজা, ক্লাং ও দেংকিল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে।

মালয়শিয়ার অভিবাসন দপ্তর, পুলিশ, সিভিল ডিফেন্স, জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রায় এক লাখ ৩৫ হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন।

মালয়শিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈধ কাগজপত্র ছাড়া কোনো শ্রমিককে তারা দেশে থাকতে দেবে না। এর অংশ হিসাবেই রোববার এই অভিযান শুরু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটিতে অবৈধ শ্রমিকদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকই বেশি।

বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বর্তমানে মালয়শিয়ায় কাজ করছেন, যাদের মধ্যে বেশিরভাগই সম্প্রতি মালয়শিয়া সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে বৈধ অভিবাসী হয়েছেন।

মালয়শিয়ার অভিবাসন দপ্তর বলছে, রোববার থেকে যাদের আটক করা হবে, তাদের বৈধ কাগজ দেখানোর জন্য ১৪ দিন সময় দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না পারলে তাদের পাঠানো হবে ডিটেনশন সেন্টারে।

আর এখানে বন্দি হওয়ার আগ পর্যন্ত দেশে ফেরত পাঠাতে কোনো সহায়তা করতে পারবে না আটক নাগরিকের নিজ দেশের হাইকমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবৈধ অভিবাসন বন্ধে সম্প্রতি বাংলাদেশ ও মালয়শিয়া সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় বাংলাদেশ থেকে এখন কেবল সরকারিভাবেই মালয়েশিয়ায় লোক পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ