বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের সেবায় আতিকুল ইসলাম

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যক্তি জীবনে একজন সফল ব্যবসায়ি ও সধ্য প্রয়াত মেয়র আনিসুল হক এর শূন্য স্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হাই-কমান্ড থেকে সবুজ সংকেত প্রাপ্ত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম।
১৪ জানুয়ারি (রোববার) বেলা ১০টা ৪০ মিনিটে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ১৫ মিনিটে। ৩৫ মিনিটের এ মোনাজাতের ১৪ মিনিট আরবিতে ২১ মিনিট বাংলায় পরিচালিত হয়।

মোনাজাত শেষে ঘরে ফেরা হাজারো মুসল্লিদের শুকনো খাবার ও পানি নিজ হাতে দিয়েছেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। সকলের সঙ্গে মোনাজাত শেষ করে দ্রুত পায়ে হাটা মুসল্লিদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে খেজুর, কেক, পানি ও জরুরী অবস্থায় রোগিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছিলেন তিনি। উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স এর আয়োজনে মোঃ আতিকুল ইসলামের সহযোগিতায় পথোচারীদের জন্য এ বিশেষ আয়োজন করা হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আসা মুসল্লি তোরাব আলী বলেন, মোনাজাতে অংশ নিতে খুব সকালেই এসেছি। তবে এখানে এসে কোন দোকান খোলা পাইনি, মোনাজাত শেষে গাড়ী না পেয়ে হেটেই বাড়ীর দিকে রওনা দিয়েছি। তবে পরিবেশ ঠান্ডা থাকলেও প্রচন্ড তৃঞ্চা পেয়েছে। এখানে এসে তাদের সহযোগীতায় আমি উপকৃত হলাম। আসলে আমাদের সবারই অবস্থান থেকে সকলেকে সহযোগীতা করা দরকার। তাদের এ কার্যক্রম আমাকে অনুপ্রণীত করেছে।
বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো ছিলেন, দাউদকান্দির সাংসদ আমির হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীব হাসান, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদ আহম্মেদ সিদিক্কা, রাজলক্ষ্মী কমপ্লেক্স এর সভাপতি জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও সাধারণ সম্পাদক এম. এ রশীদ পলাশ প্রমুখ। আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এবারই প্রথম বাংলায় মোনাজাত হয়েছে। এর আগে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করেন।
সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীতে তুরাগ নদের পারে ছুটে চলেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় সবাই পায়ে হেঁটেই পৌঁছানোর চেষ্টা করেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ