চাকরি স্থায়ীকরণের দাবিতে বিমানের শ্রমিকদের সমাবেশ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ করেছেন বিমানের প্রায় ২ হাজার ২০০ অস্থায়ী শ্রমিক। আজ বৃহস্পতিবার বিমান সদর দপ্তর বলাকা ভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ করেছেন তাঁরা।

শ্রমিকদের অভিযোগ, অনেক দিন ধরে আশ্বাস দেওয়া হলেও তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। বছরের পর বছর আশ্বাসের ওপর কাজ করে যেতে হচ্ছে তাঁদের।

জামাল সর্দার নামের এক শ্রমিক বলেন, ‘১৮ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে বিমানের হেলপার হিসেবে কর্মরত আছি। এই ১৮ বছর আশ্বাসই পেয়ে আসছি কিন্তু চাকরি স্থায়ী হয়নি। প্রতিদিন হাজিরা হিসেবে সব শ্রমিকই ৪৯০ টাকা করে পান। হাজির না হলে কোনো টাকা নেই। আগে সাড়ে তিন শ ছিল। গত এক বছর ধরে এই রেট বেড়েছে।’

শ্রমিকদের অভিযোগ, বাইরের মাটি কাটার কাজ করেও অন্যরা ৫০০ থেকে ৭০০ টাকা পান। অথচ বিমানের কাজ করেও তাঁরা সেই সমান টাকা পাচ্ছেন না।

শুভংকর চন্দ্র দাস অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন আট বছর ধরে। তিনি বলেন, ‘মা-বাবা বা আত্মীয়স্বজন মারা গেলেও আমাদের কোনো ছুটি মেলে না।’

হাফিজুর রহমান নামের আরেক শ্রমিক বলেন, ‘কর্মস্থলে আমরা যে পোশাক পরে আসি, তাও নিজের টাকায় কিনি। কোনো উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড নেই, চিকিৎসা ভাতা নেই, কিছুই নেই।’

হাবিবুর রহমান নামের আরেকজন বলেন, ‘আমরা বিমানের বিশেষ ফ্লাইট সার্ভিস, কাটারিং সার্ভিস, মালামাল ওঠানো-নামানো, কেবিন ড্রেসিংয়ে যাত্রীসেবায় গুরুত্বপূর্ণ কাজ করি। আমাদের থেকে কম কাজ করেও যাঁরা স্থায়ী আছেন, তাঁরা ৭০ থেকে ৮০ হাজার টাকা পান।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ বিমান শ্রমিক লীগের সভাপতি মুশিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ