শ্রীমঙ্গলে বিজিবির কার্যালয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল কার্যালয়ের ভেতরে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক জানিয়েছেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান বলেন, ‘কোনো সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলট সুস্থ আছেন।’

স্থানীয় ও হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুই বিদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ