ফিলিস্তিনকে সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: জেরুজালেম ইস্যুর জের ধরে ফিলিস্তিনকে সহায়তা পাঠানো বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র প্রতিবছর ফিলিস্তিনকে কোটি কোটি ডলার অর্থ সহায়তা দিলেও বিনিময়ে দেশটির পক্ষ থেকে কোনো প্রশংসা পায় না বলে মন্তব্য করেছেন তিনি। শান্তি বজায় রাখার ক্ষেত্রেও আলোচনায় ফিলিস্তিনের কোনো আগ্রহ নেই বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় এ মন্তব্য করেছেন ট্রাম্প। এতে তিনি বলেন, ‘শুধু পাকিস্তানই নয়, যাদের আমরা খামোখা কোটি কোটি ডলার দিই, এ রকম আরও অনেক দেশ আছে। যেমন আমরা প্রতিবছর ফিলিস্তিনকে শত মিলিয়ন ডলার দিই এবং কোনো প্রশংসা বা মর্যাদা পাই না। এমনকি তারা অনেক দিন ধরে ঝুলে থাকা বিষয়ে সমঝোতাও করতে চায় না।’ এর আগের দিন পাকিস্তানকে অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়ে এক টুইট করেছিলেন ট্রাম্প। এই টুইটটি সেটারই ফলোআপ।

অপর এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনকে সহায়তা বন্ধের হুমকি দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে সমঝোতার সবচেয়ে কঠিন অংশ জেরুজালেমকে আমরা আলোচনায় তুলে এনেছি। ইসরায়েলকে এর জন্য অনেক বেশি মূল্য দিতে হতো। কিন্তু শান্তি আলোচনায় ফিলিস্তিনের কোনো আগ্রহ নেই। তাহলে কেন তাদের এই বিপুল পরিমাণের অর্থ দিয়ে যেতে হবে?’

এর আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে এই ইস্যুতে বিতর্ক উসকে দেন ট্রাম্প। গত ডিসেম্বরে তাঁর এই ঘোষণার নিন্দা জানিয়ে ১২৮টি দেশ জাতিসংঘে ভোট দেয়। ইসরায়েল পুরো জেরুজালেম শহরটিকে রাজধানী হিসেবে দাবি করে। আর ফিলিস্তিন পূর্ব জেরুজালেম চায় ভবিষ্যৎ রাজধানী হিসেবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল জেরুজালেম দখলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ