মেডিকেল ভর্তি পরীক্ষা ঈদের আগেই : স্বাস্থ্যমন্ত্রী

dmc ঢাকা মেডিক্যাল কলেজসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অক্টোবরের প্রথম সপ্তাহে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে ভর্তি সংক্রান্ত আন্ত মন্ত্রনালয়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,৪ অথবা ১১ অক্টোবরকে সামনে রেখে আমরা ভর্তি পরীক্ষঅর প্রস্তুতি গ্রহণ করেছি।যাতে ১৬ অক্টোবর ঈদুল আযহার পূর্বে পরীক্ষা সম্পন্ন করা যায়।তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
মেডিকেল ভর্তি পরীক্ষাকে সামনে রেখে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণও বিবেচনায় রাখা হচ্ছে জানিয়ে আফম রুহুল হক সাংবাদিকদের জানান,উচ্চ শিক্ষায় শিক্ষার্থীরা একাধিক ক্যটাগরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকে তাই এককভাবে এর দিনক্ষণ ঠিক করা যায় না। এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রাখতে হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ