অমানুষিক নির্যাতনের পর হত্যা চেষ্টা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা: আজ আপনাদের বলবো নির্যাতিত নারীর কথা। নির্যাতিত নারীর নাম হনুফা আক্তার। স্বামী (আক্তার হোসেন) মারা যাওয়ার পর এক মেয়ে জেবিন আর এক ছেলে হিরাকে নিয়ে তার সংসার। মেয়ে হিরা প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । একপর্যায়ে নির্যাতিত হনুফা আক্তার মেয়ের বিয়ে মেনে নেন।কিন্তু কিছুদিন পর স্বামীর রেখে যাওয়া সম্পদ মেয়ের নামে লিখে দিতে তার উপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। একপর্যায়ে মারধোর করে তাকে ও তার একমাত্র ছেলে হিরাকে ঘর থেকে বের করে দেয় মেয়ে ও মেয়ের জামাই। এরপর তিনি বাধ্য হয়ে আদাবর থানায় মামলা করেন।

 

মামলা করার পর তিনি ঘরে ফিরতে পারলেও আবার চলতে থাকে নির্যাতন । একপর্যায়ে তিনি বাধ্য হয়ে তার স্বামীর রেখে যাওয়া সম্পদের বণ্টন করে মেয়ের অংশ মেয়েকে আর ছেলের অংশ ছেলেকে দিয়ে দেন । এভাবে চলে যায় কিছুদিন । কথায় আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক এমনটাই ঘটেছে নির্যাতিত হনুফা আক্তারের ক্ষেত্রে ছেলে পক্ষ পরিবর্তন করেছে । এখন সে তার বোন জেবিনের পক্ষে ।

স্বামীর (আক্তার হোসেন) সম্পদ থেকে বণ্টনের পর যে অংশ তিনি (হনুফা আক্তার) পেয়েছিলেন সেখানে বর্তমানে টিনশেড বাড়ি রয়েছে। আজ বেলা ১২টার দিকে তিনি টিনশেড বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়ার টাকা নিয়ে আসতে গেলে তাকে আটক করে রাখে তার জন্য ফাঁদ পেতে বসে থাকা তার মেয়ে ও ছেলেসহ তাদের ভাড়া করা সন্ত্রাসীরা । পরবর্তীতে আদাবর থানার ওসি ও পুলিশ সদস্যদের সহায়তায় তিনি উদ্ধার হন ।

এবার পাঠকগণ আপনারাই বলুন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার না করলে তার সাথে কি ঘটতে পারতো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ