গান মানুষ কৌশিক হোসেন তাপস-এর জন্মদিন আজ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: দেশের অন্যতম তরুণ সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও যন্ত্রশিল্পী কৌশিক হোসেন তাপস-এর জন্মদিন আজ।

মনে-প্রাণে সঙ্গীতের মানুষ এই সঙ্গীতজন ‘গানবাংলা টেলিভিশন’ প্রতিষ্ঠা করে বাংলা গানের পৃষ্ঠপোষকতায় নিরলস কাজ করে চলেছেন।  গানবাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে তিনি বাংলাগানকে সুপ্রতিষ্ঠিত করতে ঐকান্তিক ভূমিকা রেখে চলেছেন। শুধু তাই নয়, গানবাংলা টেলিভিশনে ‘উইন্ড অব চেঞ্জ’ শিরোনামে আন্তর্জাতিক মানের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং বাংলা সঙ্গীতকে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

এই সঙ্গীতজন যন্ত্রশিল্পী হিসেবেও তাঁর পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। একাধারে গীটার, কী-বোর্ড, বাঁশি, পার্কেশনে মুন্সিয়ানা দেখিয়েছেন। গীতিকার, সুরকার হিসেবেও দেখিয়েছেন সাফল্য। দেশের সর্বকনিষ্ঠ সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কৌশিক হোসেন তাপস মাত্র ৮ বছর বয়সে শুরু করেছিলেন তাঁর সঙ্গীতের পথচলা। এই বয়সেই স্বকণ্ঠে একটি অডিও অ্যালবাম প্রকাশ করে দারুণ আলোচিত হয়েছিলেন এবং দূর্দান্ত সম্ভাবনার জানান দিয়েছিলেন। পরবর্তীকালে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার সুর ও সঙ্গীত পরিচালনায় দেশে সেরা শিল্পীরা গান করেছেন। বিশেষ করে ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে খ্যাতিমান প্রবীণ শিল্পীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নবীন শিল্পীর অংশগ্রহণ ব্যতিক্রমী আবেদন সৃষ্টি করেছেন।

এই সঙ্গীতজন মনে করেন, সঙ্গীতই হলো তাঁর আসল জায়গা। সঙ্গীতের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাগানকে তিনি যেমন বিশ্ব-দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, তেমনি দেশে বৃহৎপরিসরে সঙ্গীত কমপ্লেক্স ও আর্কাইভ করার স্বপ্ন দেখেন তিনি, যেখানে সঙ্গীত নিয়ে গবেষণা, সঙ্গীত সংরক্ষণ  ও শুদ্ধ সঙ্গীতের চর্চার মাধ্যমে নতুন নতুন শিল্পী তৈরি হবে। আর এ লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি।

গানপাগল এই মানুষটির জন্মদিনে অকুণ্ঠ শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ