ইটিভি সাংবাদিক জুবায়েরকে হত্যার হুমকি

zubaerkhরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একুশে টেলিভিশনের (ইটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক জে ইউ জুবায়েরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে এ হুমকি দেয়।

সাংবাদিক জুবায়ের এবিসি নিউজ বিডিকে জানান, মঙ্গলবার রাতে কারওয়ান বাজারের একুশে টেলিভিশনের অফিসে দায়িত্বরত অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তি একটি বাংলালিংক নম্বর থেকে মোবাইল ফোনে কল করে তাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় ‍জুবায়ের ফোনের লাইন কেটে দিলে আবারও ফোন করে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জুবায়ের রাজধানীর তেজগাঁও ও রমনা থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ০১৯৮৩৫৬৩৪৪৮ এ নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।

জুবায়ের সম্প্রতি একুশে টেলিভিশনে রাজধানীর বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে সিরিজ রিপোর্ট করেন।

এরপর তাকে বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা নামে-বেনামে ফোন করে বিভিন্ন রিপোর্টের বিষয়ে কথা বলেছে।

জুবায়ের আরও জানায়, হুমকির বিষয়টি পুলিশ র‌্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, জুবায়েরকে হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে হুমকি দাতাকে আমরা চিহ্নিত করতে কাজ শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ