ট্রেনের জানালায় প্রাণ গেল অসতর্ক যাত্রীর

trainwindowরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাধবনগরঃ ট্রেনের জানালা দিয়ে অসতর্কভাবে মাথা বের করে ঈদে আর বাড়ি ফেরা হলো না বগুড়ার সিরাজুল ইসলামের।

নাটোরের মাধনগর রেলস্টেশনের মাস্টার নূরে আলম জানান, বুধবার সকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী একতা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল (৩৬) বগুড়া জেলার সোনাতলা উপজেলার সৈয়দ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার এবিসি নিউজ বিডিকে বলেন, সকাল ৮টার দিকে একতা এক্সপ্রেস মাধনগর স্টেশন পার হওয়ার সময় সিরাজুল জানালা দিয়ে মাথা বের করে ছিলেন। এ সময় লাইনের পাশের খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজুলের লাশ সান্তাহারে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশ বলেছে, ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ