তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ অব্যাহত

ঢাকা: শনিবার সারাদেশে আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের প্রকোপও কমেনি।
দেশের সর্বত্র শীত জেঁকে বসায় মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে । জনজীবনে ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে। খেটে খাওয়া মানুষ ও দিন মজুরদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কারণ, কাজকর্ম কমে গেছে। অনেক জায়গায় স্থবির হয়ে গেছে জীবন। শীতকবলিত এলাকায় নিউমোনিয়া, ডায়ারিয়া, সর্দি, জ্বরসহ ঠাণ্ডাজনিত রোগ দেখা দিয়েছে। বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, দেশে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শনিবার রাজশাহীতে ৬ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি, রংপুরে ৫ দশমিক ৬ ডিগ্রি, দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি, রংপুরে ৫ দশমিক ৬ ডিগ্রি, সৈয়দপুর ৫ দশমিক ৪ ডিগ্রি, বগুড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৫ দশমিক ২ ডিগ্রি, যশোরে ৬ ডিগ্রি, খুলনায় ৮ দশমিক ৮ ডিগ্রি, ফরিদপুরে ৬ দশমিক ৩ ডিগ্রি, সিলেটে ৭ দশমিক ২ ডিগ্রি, চট্টগ্রামে ৯ দশমিক ৫ ডিগ্রি ও বরিশালে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস জানায়, শনিবার সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে শীত অব্যাহত থাকবে। তবে আগামী ১৫ জানুয়ারির পর শৈত্যপ্রবাহ কিছুটা কমে যাবে। এ মাসের শেষে আরো একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী ও রংপুর বিভাগসহ চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ