ওয়ার্নারকে তুলে নিলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: শেষ পর্যন্ত বিরাট স্বস্তি বাংলাদেশ শিবিরে। ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে ২২তম জন্মদিনের উৎসব করেছেন মোস্তাফিজুর রহমান। ৮৮তম ওভারে তাঁর বাউন্সারে ইমরুল কায়েসের তালুবন্দী হন ওয়ার্নার। এর আগে দ্রুত রান নিতে গিয়ে ব্যক্তিগত ৮২ রানে সাকিব আল হাসানের সরাসরি থ্রোতে রানআউট হয়েছেন হ্যান্ডসকম্ব। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৯৮। ৭ রানে পিছিয়ে তারা।

ওয়ার্নারের বিদায়ের পর ম্যাক্সওয়েলের সঙ্গে যোগ দিয়েছেন হিলটন কার্টরাইট। এর আগে ২০তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি। অস্ট্রেলিয়ার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় টানা দুই সেঞ্চুরি তুলে নিলেন এ ওপেনার। ২৩৪ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিংই করেছেন অস্ট্রেলীয় সহ–অধিনায়ক। বাউন্ডারি মেরেছেন মাত্র ৭টি।
হ্যান্ডসকম্ব তাঁর ৮২ রানের ইনিংসটি খেলেছেন ১৪৪ বলে। ছিল ৬টি চারের মার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ