বেগম জিয়াকে প্রেসক্লাবে আসতে না দেওয়ায় সাংবাদিকদের ক্ষোভ

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাংবাদিকদের ইফতারে আসতে না দিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ গণতান্ত্রিক মর্যাদাকে ভুলন্ঠিত করেছে বলে মন্তব্য করেছে সাংবাদিক নেতৃবৃন্দ।

২১ জুন  (বুধবার) বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়াকে প্রেসক্লাবে আসতে না দেয়ার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ তারা এ কথা বলেন। সাংবাদিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে।

বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সভাপতি আবদুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সভাপতি আব্দুস সহিদ, সাবেক সাধারণ সম্পাদক বাকের হুসাইন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ডিআরইউ এর সভাপতি বাদশা মিয়া, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে এম মহসীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ