শেষ হলো “দুই রাজকন্যা” ছবির শুটিং।

সাব্বির রহমান, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:
টানা পাঁচ মাস শুটিং এর পরে গতকাল শেষ হলো জাবেদ জাহিদ পরিচালিত দুই রাজকন্যা ছবির শুটিং। এফডিসিতে মান্না ডিজিটাল ল্যাবের সামনে নির্মিত সেটে গতকাল শেষ হয় ছবির কাজ। ঢাকাই চলচ্চিত্রে প্রায় দেড় দশক পর রাজা, রানী, উজির, রাজকন্যা আর সাপ নিয়ে কল্পকাহিনী-নির্ভর ছবি “দুই রাজকন্যা” নির্মিত হচ্ছে। তাই ছবি নিয়ে পরিচালক, প্রযোজক, শ্লিল্পী ও কলাকুসলিসহ সবাই খুব আশাবাদী।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুনমুন, তানিন সুবাহ, নবাগত নায়ক মনিরাজ খান, সুব্রত সাহা ও সাদিয়া আফরিন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন এস আই ফারুক, রাজু সরকার, সাদেক বাচ্চু, রেবেকা, রমজান আলী প্রমুখ।
গতকাল ছবির সেটে বসে কথা হয় পরিচালক জাবেদ জাহিদের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় দেড় দশক পরে সাপ নিয়ে কল্পকাহিনী-নির্ভর ছবিটি নির্মিত হচ্ছে। ছবিতে সাপ থেকে মানুষ, আবার মানুষ থেকে সাপ। বলতে পারেন ছবিতে সাপ-মানুষের খেলা। তাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখবে এবং ছবিটি ব্যাপক দর্শক প্রিয়তা পাবে বলে আমার মনে হচ্ছে’।
গতকাল এফডিসিতে কথা ছবির নায়িকা তানিন সুবাহ’র সাথে। তিনি বলেন, ‘এই ছবিটার গল্প মৌলিক এবং অন্য সব ছবির থেকে আলাদা। আমি নানা চরিত্রে অভিনয় করলেও দুই রাজকন্যা ছবিতে প্রথমবারের মতো কোনো রাজকন্যা চরিত্রে অভিনয় করি। রাজকন্যা চরিত্রটা আমার কছে স্বপ্নের মতো হলেও, ছবির মাধমে এটা বাস্তবে রুপ নেয়’।
এই ছবিতে অভিনয় করতে গিয়ে নুতন অভিজ্ঞতা সম্পর্কে তানিন বলেন, ‘এই ছবিতে কাজ করার সময় আমি দুইটি ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হই। প্রথমতো, এই ছবিতে আমি জ্যান্ত সাপের সাথে অভিনয় করি, প্রথমে সাপ দেখে অনেক ভয় পেয়েছিলাম, পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছে। দ্বিতীয়তো, কক্সবাজার সীবিচে শুটিং করার সময় ঢেউ এর হাত থেকে বেঁচে যাওয়া।’
ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়ক মনিরাজ খান। ছবিতে হাসান নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে অভিনয় সম্পর্কে মনিরাজ বলেন, ‘সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ছবি। সাপ, রাজকন্যা, সঙ্গে বীণ। এধরনের কাল্পনিক ছবি অনেক দিন হয় না দেশে। আমার চরিত্রটি হলো একটি ভাস্করের। এতে অভিনয় করতে পেরে ভালো লাগছে। ছবির সহশিল্পীরা কাজ করার সবাই অনেক আন্তরিক ছিল, তাই কাজটি অনেক ভালো হয়েছে। আশাকরি দর্শকের ছবিটি অনেক ভালো লাগবে।
পরিচালক জানান, ‘ছবিটি এফডিসি, গাজীপুর, পুবাইল ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। যতো তারাতারি সম্ভব ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ