স্টার বিন পারফরমিং অ্যাওয়ার্ড-২০১৬

বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:

দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য শুরু হতে যাচ্ছে স্টার বিন পারফরমিং অ্যাওয়ার্ড-২০১৬ । এতে দেশের চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের নানা শাখায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

২৬ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হাউজে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জুড়িবোর্ডের চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ অ্যাওয়ার্ডের নানা দিক তুলে ধরে বলেন, চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের নানা শাখায় একটি স্বতন্ত্র জুড়িবোর্ড গঠনের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুস সালাম খান, অভিনেতা সাদেক সিদ্দিকি ও চলচ্চিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজহার উল আলম ছন্দ এবং উপস্থাপনা করেন নবাগত জুটি নাঈম শাহ ও মেহনাজ চৌধুরী।

আগামী ১ জুলাই ২০১৭ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ